Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়
মৎস্য

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ স্লোগান কে সামনে রেখে ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যলয়ের আয়োজনে উপজেলা চত্তরে (২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর) এই সাতদিন মৎস্য সপ্তাহ পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহনে আলোচনা করেন ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা জানান, ফরিদগঞ্জ মৎস্য উৎপাদনে সারা দেশে চতুর্থ। তাই এই উপজেলা আরো বেশি মাছের চাষ বৃদ্ধি করতে সমন্বিত প্রকল্প নেয়া হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে আমরা সপ্তাহ ব্যাপি কর্মসূচী নিয়েছি। আশা করছি এর মাধ্যমে মৎস্যজীবিরা আরো বেশি উদ্ধুব্ধু হবে মাছে চাষে। মতবিনিময় সভায় এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদকঃ শিমুল হাছান, ২৮ আগস্ট ২০২১