Home / সারাদেশ / মৎস্য সম্পদ রক্ষায় সাগরে কোস্টগার্ড
COAST GUARD

মৎস্য সম্পদ রক্ষায় সাগরে কোস্টগার্ড

ডিমওয়ালা মাছ ও চিংড়ির নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে বঙ্গোপসাগরে অভিযানে নেমেছে মোংলা কোস্টগার্ড । ডিমওয়ালা মাছ ও চিংড়ির নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে বঙ্গোপসাগরে অভিযানে নেমেছে মোংলা কোস্টগার্ড

সুষ্ঠু ও বিজ্ঞানসম্মত উপায়ে মৎস্য আহরণ নিশ্চিতে গত ২০ মে থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে ডিমওয়ালা মাছ ও চিংড়ির নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে বঙ্গোপসাগরে অভিযানে নেমেছে মোংলা কোস্টগার্ড।

সোমবার ২৩ মে সকাল থেকে এ অভিযান শুরু করেন তারা।

কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন জানান, সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে মৎস্য সম্পদের ওপর গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে কোস্টগার্ড কাজ করছে।

কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো ট্লারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

২৩ মে ২০২২,
এজি