Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে মৎস্যজীবিদের প্রশিক্ষণ
মৎস্যজীবিদের

হাইমচরে মৎস্যজীবিদের প্রশিক্ষণ

হাইমচর উপজেলায় মৎস্যজীবিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ট বুধবার হাইমচর উপজেলা হলরুমে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধক কর্মসুচির আওতায় এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ সালাউদ্দিন।

তিনি বলেন, জেলেদের কথা চিন্তা করে ডাঃ দীপুমনি”র সহয়তায় ও হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী প্রচেষ্টায় জেলেদের মাঝে জেলেদের উপকরন বিতরন চলমান। তিনি আরো বলেন, জেলেরা প্রশিক্ষন শেষে সেলাই মেশিন পেয়ে অতিরিক্তি আয় করতে পারবে।

প্রশিক্ষণে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্ব ও সজীব চন্দ্র দাসের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ দাদন শিকদার, প্রশিক্ষক রেখা নুর প্রমুখ।

প্রতিবেদক : বিএম ইসমাইল, ১৯ আগস্ট ২০২০