চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান , আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য” জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং বিলডেক্স নিট কম্পোজিট লিমিটেড ও মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান কাজী মিজানুর রহমান কে মতলব প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ৷
শুক্রবার বিকেলে চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের নিজ বাড়ীতে এসে মতলব প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান ৷
এসময় উপস্থিত ছিলেন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সরোয়ার সেলিম,সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, নিমাই চন্দ্র ঘোষ, ফজলে রাব্বি ইয়ামিন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, জাহাঙ্গীর আলম প্রধান, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, প্রচার সম্পাদক মোশারফ হোসেন তালুকদার, সদস্য লোকমান হোসেন হাবীব, সমির ভট্টাচার্য বলু প্রমুখ। ফুলেল শুভেচছা বিনিময়কালে নব নির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান তার দায়িত্বপালনে সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা কামনা করেছেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩১ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur