Home / জাতীয় / অর্থনীতি / চাঁদপুরে ৮৬ কোটি ৬৭ লাখ টাকা খেলাপি ঋণ
Tk
প্রতীকী ছবি

চাঁদপুরে ৮৬ কোটি ৬৭ লাখ টাকা খেলাপি ঋণ

চাঁদপুরের ব্যাংকগুলোতে অক্টোবর ২০১৯ পর্যন্ত মেয়াদোত্তীর্ণ বা খেলাপি ঋণের পরিমাণ ৮৬ কোটি টাকা ৬৭ লাখ ৩৩ হাজার টাকা। জেলার সকল সোনালী, জনতা.অগ্রণী, কৃষি, কর্মসংস্থান, রূপালী ও বেসিক ব্যাংকে ওই টাকা মেয়াদোত্তীর্ণ বা খেলাপি হিসেবে পড়ে রয়েছে। এর মধ্যে জেলার সব উপজেলায় ৯৫০ টি অনিষ্পন্ন সার্টিফিকেট মামলার বিপরীতে ২ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার টাকা রয়েছে।

সংশ্লিষ্ট ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সূত্র মতে, সোনালী ব্যাংকের ২০ শাখায় মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ১৭ কোটি ১ লাখ ৬৩ হাজার টাকা, অগ্রণী ব্যাংকের ২০ শাখায় মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ১৯ কোটি ৬২ লাখ ৭১ হাজার টাকা, জনতা ব্যাংকের ১৫ শাখায় মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ৭ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকের ২৮ শাখায় মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ২৯ কোটি ২৬ লাখ টাকা ।

কর্মসংস্থান ব্যাংকের ৪ শাখায় মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ২ কোটি ২৯ লাখ ২৪ হাজার টাকা,রূপালী ব্যাংকের মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ৮ লাখ ৯০ হাজার টাকা এবং বেসিক ব্যাংকের মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ১ কোটি ৪ লাখ টাকা ।

জেলার ওইসব ব্যাংকগুলোতে অক্টোবর ২০১৯ পর্যন্ত আদায় যোগ্য বকেয়া রয়েছে ৩৮১ কোটি ৮৭ লাখ ৮ হাজার টাকা ।

এদিকে দেশে ঋণখেলাপি ৮ হাজার ২৩৮ জন ব্যক্তি বা কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে জাতীয় সংসদে । বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে প্রাপ্ত সিআইবি ডাটাবেজে রক্ষিত ২০১৯ সালের নভেম্বর মাস ভিত্তিক হালনাগাদ তথ্য অনুযায়ী খেলাপি ঋণের পরিমাণ ৯৬ হাজার ৯৮৬ কোটি ৩৮ লাখ টাকা। পরিশোধিত ঋণের পরিমাণ ২৫ হাজার ৮৩৬ কোটি ৪ লাখ টাকা।

বুধবার ২২ জানুয়ারি জাতীয় সংসদে টাঙ্গাইল-৬ আসন এর আহসানুল ইসলাম টিটুর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী এ সময় কোম্পানি বা প্রতিষ্ঠানের বিস্তারিত ১০৭ পৃষ্ঠা বিশিষ্ট একটি তালিকা সংসদে উত্থাপন করেন। ঔ তালিকায় স্থান পায় কে কত টাকার ঋণখেলাপি।

প্রতিবেদক: আবদুল গনি,২৩ জানুয়ারি ২০২০