Home / চাঁদপুর / নিজ হাতে ব্যানার পোস্টার অপসারণ শুরু করলেন মেয়র জুয়েল
মেয়র জুয়েল

নিজ হাতে ব্যানার পোস্টার অপসারণ শুরু করলেন মেয়র জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন শেষ। তাই নিজের নির্বাচনী ব্যানার ফেস্টুন নিজের হাতেই অপসারণ শুরু করলেন চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।  তার এমন উদ্যোগ সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ প্রসংশিত হচ্ছে।

১১ অক্টোবর রোববার বেলা সাড়ে ১২টায় শহরের বেগম মসজিদ মার্কেটের সামনে জেএম সেনগুপ্ত রোডে সাঁটানো নৌকার ব্যানার ও পোস্টার নিজে দাঁড়িয়ে থেকে নামিয়ে ফেলেছেন নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

এ সময় মেয়র জুয়েল বলেন, নির্বাচন শেষ, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমার নৌকা প্রতিকের ব্যানার ফেস্টুন খুলে ফেলছি। আমি অনুরোধ করবো সকল প্রার্থী তাদের নিজ দায়িত্বে তাদের ব্যানার ফেস্টুনগুলো সরিয়ে ফেলুন।

আরও পড়ুন- নবনির্বাচিত মেয়র জিল্লুর রহমান জুয়েলের কৃতজ্ঞতাসহ প্রতিক্রিয়া

২৪ ঘন্টার মধ্যে অ্যাড. জুয়েল তার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কিউআরসি সংগঠনকে পৌর এলাকায় সাঁটানো নৌকার সকল ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, আওয়ামী লীগ নেতা অ্যাড. সাইফুদ্দিন বাবু।

স্টাফ করেসপন্ডেন্ট, ১১ অক্টোবর ২০২০