Home / সারাদেশ / মেঘনার ভয়াবহ ভাঙন থেকে রক্ষা করতে পানি উন্নয়নবোর্ড ঘেরাও
মেঘনার ভয়াবহ ভাঙন থেকে রক্ষা করতে পানি উন্নয়নবোর্ড ঘেরাও

মেঘনার ভয়াবহ ভাঙন থেকে রক্ষা করতে পানি উন্নয়নবোর্ড ঘেরাও

মেঘনার ভয়াবহ ভাঙন থেকে ভোলাকে রক্ষা ও সিসি ব্লক স্থাপনের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও করেছে এলাকাবাসী।

বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের কে জাহান মার্কেট চত্বরে ইলিশা ফেরিঘাট ও ভোলা বাঁচাও সংগ্রাম কমিটি এ কর্মসূচি পালন করে।

এ সময় মানববন্ধনে বক্তরা বলেন, মেঘনার ছোবলে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। কিন্তু পাউবো ভাঙন রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আগামী কয়েক দিনের মধ্যে ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।

পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘নদী ভাঙন রোধে বাণিজ্যমন্ত্রী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি ইতোমধ্যেই ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ৩৫ লাখ টাকা বিতরণ করেছেন।’

এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ইলিশা ফেরিঘাট ও ভোলা বাঁচাও সংগ্রাম কমিটির আহ্বায়ক সাহেদ আলী, সদস্য সচিব নুরে আলম, আনোয়ার হোসেন, সাংবাদিক আফজাল হোসেন, হাসিব রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলম, সমাজ সেবক মো মহিউদ্দিন প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো ডিভিশন-১) কার্যালয় ঘেরাও করে এলাকাবাসী। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এলাকাবাসী জানান, রোজার ঈদের আগের দিন থেকে দুই আড়াই মাস ধরে আকস্মিকভাবে ভোলা সদরের ইলিশা ও রাজাপুর পয়েন্ট দিয়ে ভয়াবহ ভাঙন চলছে। ভাঙন কবিলত এলাকা পরিদর্শন করে কার্যকরী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পানিসম্পদ মন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ। কিন্তু নদীর গতিপথ পরিবর্তন, স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় কিছুতেই ভাঙন বন্ধ হচ্ছে না।

এ ব্যাপারে ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম জানান, সাড়ে তিন কিলোমিটার এলাকায় স্থায়ীভাবে ভাঙন রোধে সিসি ব্লক স্থাপন প্রক্ল্প হাতে নেয়া হয়েছে। ৩১০ কোটি টাকার এ প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শুকনো মওসুমে এ কাজ শুরু হবে।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৮:৩৭ পিএম, ৭ অক্টোবর ২০১৫, বুধবার

ডিএইচ/২০১৫।