Home / চাঁদপুর / মেঘনার ভাঙনস্থল পরিদর্শনে ডা. দীপু মনি
মেঘনার ভাঙনস্থল পরিদর্শনে ডা. দীপু মনি

মেঘনার ভাঙনস্থল পরিদর্শনে ডা. দীপু মনি

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক। আপডেট: ০৩:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আগামী শুষ্ক মৌসুমে ভাঙন স্থলে স্থায়ীভাবে প্রতিরোধের ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে তাৎক্ষণিক অস্থায়ী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর পুরানবাজার হরিসভায় মেঘনার ভাঙন এলাকা পরিদর্শনে এসে তিনি জনগণের উদ্দেশ্যে এ কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। পরে তিনি ক্ষতিগ্রস্থ ৫ জনের হাতে নিজস্ব তহবিল থেকে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।