Home / ইসলাম / মৃত ব্যক্তি এমন কী বলে, যা শুনলে মানুষ বেহুঁশ হয়ে যেত?
মৃত ব্যক্তি এমন কী বলে, যা শুনলে মানুষ বেহুঁশ হয়ে যেত?

মৃত ব্যক্তি এমন কী বলে, যা শুনলে মানুষ বেহুঁশ হয়ে যেত?

জন্ম মানেই মৃত্যুর গ্যারান্টি। পৃথিবীর প্রতিটি মানুষ মরণশীল। বিশ্বে মুসলিম ব্যক্তি মারা যাওয়ার পর স্বাভাবিক নিয়মানুসারে তার জানাযার নামাজ আদায় করে দাফন করা হয়। জানাযা শেষে দাফনের জন্য নিয়ে যাওয়ার সময় খাটিয়া থেকে মৃত ব্যক্তি মানুষদের আহবান করে জানতে চায়Ñ ‘তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে।’ মৃত ব্যক্তির ওই সব কথা মানুষ শুনতে পায় না, কিন্তু অন্যান্য জীব-জন্তু শুনতে পায়।

এ ব্যাপারে হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ‘‘যখন জানাজা (খাটে) রাখা হয় এবং লোকেরা তা নিজেদের ঘাড়ে উঠিয়ে নেয়, তখন সে সৎ হলে বলে, ‘আমাকে আগে নিয়ে চল।’

আর অসৎ হলে তার পরিবার-পরিজনদের উদ্দেশ্যে বলে, ‘হায় আমার দুর্ভোগ! তোমরা (আমাকে) কোথায় নিয়ে যাচ্ছ?’ মানুষ ছাড়া তার এই আওয়াজ সব জিনিসই শুনতে পায়। যদি মানুষ তা শুনতো, তবে নিশ্চয় বেঁহুশ হয়ে যেত।’’ [বুখারি ১৩১৪, ১৩১৬, ১৩৮০, নাসায়ি ১৯০৯, আহমদ ১০৯৭৯, ১১১৫৮]

Leave a Reply