Home / চাঁদপুর / চাঁদপুরে মৃত্যুর মিছিলে আরও ৩ জন
প্রবাসী বাংলাদেশির মৃত্যু
ফাইল ছবি

চাঁদপুরে মৃত্যুর মিছিলে আরও ৩ জন

চাঁদপুরে রোববার করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত অবস্থায় মারা গেছেন ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন রতন ও শাহরাস্তির পৌরসভার ৯নং ওয়ার্ডের হাজী আনোয়ার হোসেন। উপসর্গে মারা গেছেন চাঁদপুর শহরের মিশন রোড এলাকার নান্নু মিয়াজী।

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মোতাহার হোসেন (৫১) রোববার ভোর সাড়ে ৩টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন হৃদরোগেও ভুগছিলেন। রোববার দুপুরে তার নামাজে জানাযাার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শাহরাস্তি পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা হাজী আনোয়ার হোসেন নূর (৫৫) রোববার নিজ বাসায় মারা যান। করোনায় আক্রান্ত রোগী হিসেবে নিজ বাসায় হোম আইসোলেশনে ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। তবে ভয়ে কেউ কাছে যায়নি। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৪ দিন আগে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। শাহরাস্তিতে এই প্রথম করোনা শনাক্ত হওয়ার পর কারো মৃত্যুর ঘটনা ঘটলো। এর আগে যারা করোনায় মারা গেছেন তাদের মৃত্যুর পর করেনা রিপোর্ট পজেটিভ এসেছিল।

অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নান্নু মিয়াজী (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। চাঁদপুর শহরের মিশন রোডের এলাকার এই বাসিন্দা রোববার দুপুর দেড়টায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে আসেন।

করেসপন্ডেট,২৮ জুন ২০২০