Home / জাতীয় / রাজনীতি / মা’ খালেদা ও ‘ভাই’ তারেককে সরে যেতেই হবে
মা’ খালেদা ও ‘ভাই’ তারেককে সরে যেতেই হবে

মা’ খালেদা ও ‘ভাই’ তারেককে সরে যেতেই হবে

দলের মধ্যকার গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘দলীয় বিপ্লব’র প্রস্তুতিতে বিএনপি পুনর্গঠনের নেতা কামরুল হাসান নাসিম বলেছেন, ‘যখন আমরা তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত পুনর্গঠন করার নজির দেখাতে পারবো- তখনই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপকে আমরা অর্থবহ জায়গায় নিয়ে যেতে পারবো। কাজেই পুনর্গঠন শুধু তৃণমূলের জন্য নয়, শীর্ষ নেতৃত্বেও আসতে হবে। পকেট কমিটির সংস্কৃতি হতে বের হতে চাইলে আগে দলের চেয়ারপারসনসহ গুরুত্বপূর্ণ পদবিতেও গণতান্ত্রিক অনুশীলনে আমাদের নেতৃত্ব নির্বাচিত করতে হবে।’

দলীয় বিপ্লবের চূড়ান্ত পর্যায়ে মহড়ার অংশ হিসেবে সোমবার রাজধানী ফার্মগেটস্থ আনন্দ সিনেমা হলের সামনে অনুষ্ঠিত হয়ে ৩টা ১৭ মিনিটের পথসভায় বিএনপি পুনর্গঠনের নেতা কামরুল হাসান নাসিম এ কথা বলেন। সভায় জিয়াউর রহমানের ছবি যুক্ত লিফলেট জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৩ অক্টোবরও রাজধানীর বিভিন্ন স্পটে ৮টি পথসভায় বক্তব্য রাখবেন তিনি।

পথসভায় নাসিম বলেন, ‘বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি রাজনৈতিক শক্তি হতে যেন অপশক্তি হয়ে পড়েছে। দলের নেতৃত্বে যারা উত্তরাধিকার সূত্রে রয়েছেন- তাঁরা স্বাধীনতা বিরুদ্ধ শক্তির সাথে আপোস করে দলটিকে ধ্বংসাত্মক রাজনীতির দিকে নিয়ে যাচ্ছেন। অথচ বিএনপি এখনো দেশের শ্রেষ্ঠ রাজনৈতিক জনপ্রিয় দল বলে আমি বিশ্বাস করি।’

কামরুল হাসান নাসিম বলেন, ‘বিএনপির যথার্থ পুনর্গঠন দরকার। দলের মধ্যকার দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কে বড় নেতা বা কে বড় নেত্রী- এখন আর দেখার সুযোগ নেই। বিএনপিকে জনস্বার্থ সংরক্ষণের রাজনীতি করতে হবে। বাংলাদেশকে ধনী বা উচ্চ আয়ের দেশ করার জন্য আমাদের দেশ সেবায় বা ক্ষমতায় যাওয়ার রাজনীতি করতে হবে।’

তিনি বলেন, ‘আমদের দলের নেতাকর্মীদের হাতে নাশকতার আগ্নেয়াস্ত্র নয়, তুলে দিতে হবে কলম। আমরা বুদ্ধিবৃত্তিক রাজনীতি করে আবারো দলকে সেরা করতে চাই। সব মহলের প্রশংসা নিতে চাই।’

নাসিম আরো বলেন, ‘আমি মনে করি বিএনপির অসুখ হয়েছে। সেই অসুখ সারাতে আমি কেবল একজন ওষুধয়ালা মাত্র। আমি দলের শীর্ষ নেতৃত্বে আসতে চাই না, চাই বিএনপি যেন জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত হতে পারে।’

এর আগে দুপুর ১২টা ১৭ মিনিটে রাজধানীর খিলক্ষেত এলাকার রাজউক ট্রেড সেন্টারের নিচে পথসভাও লিফলেট বিতরণ করেন তিনি। বৃষ্টির কারণে জনসমাগম না থাকলেও উপস্থিতদের মধ্যে নাসিমকে নিয়ে বেশ কৌতূহল দেখা গেছে।(বাংলামেইল)

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৩:২২ এএম, ১৩ অক্টোবর ২০১৫, মঙ্গলবার

ডিএইচ/২০১৫।