Home / উপজেলা সংবাদ / হাইমচর / ‘জেলেরা মা ইলিশ রক্ষা করে প্রমাণ করতে হবে চাঁদপুর ইলিশের বাড়ি’
‘জেলেরা মা ইলিশ রক্ষা করে প্রমাণ করতে হবে চাঁদপুর ইলিশের বাড়ি’

‘জেলেরা মা ইলিশ রক্ষা করে প্রমাণ করতে হবে চাঁদপুর ইলিশের বাড়ি’

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি জেলেদের উদ্দেশ্যে বলেছেন, অন্য জেলার জেলেরা এসে হাইমচরের ইলিশ যেন ধরতে না পারে সে জন্য মা’ ইলিশ রক্ষায় আপনাদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। চাঁদপুর ইলিশের বাড়ি মা’ ইলিশ রক্ষা করে সারা দেশে এ কথাটি জেলেদেরকে প্রমাণ করতে হবে।’

কৃষকের উদাহরণ টেনে ডা. দীপু মনি বলেন, ‘কৃষক মাঠে বীজ বপণ করে ৩/৪ মাস অপেক্ষা করে। সরকার এ ৩/৪মাস তাদের জন্য কোন সহায়তা দেয় না। তারাতো তাদের ফসল উঠা পর্যন্ত অপেক্ষা করে। আপনারা মাছ শিকার বন্ধ রাখার কারনে সরকার আপনাদের খাদ্য সহায়তা নগদ অর্থ ও উপকরণ দিচ্ছে। তারপরও আপনারা কেনো নদীতে নামবেন। কৃষকরা ধৈয্য ধরতে পারলে আপনারা কেনো পারবেন না।’

প্রধান অতিথি হাইমচরবাসীর উদ্যেশ্যে আরও বলেন, ‘আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমার আনন্দের উৎস। আপনাদের কাছে এলে আমার ভালো লাগে। আপনাদের জন্য আমি কিছু করতে পারলে আমার মন খুশিতে ভরে উঠে।’

ইলিশ রক্ষায় সরকারের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘ইলিশ রক্ষায় শেখ হাসিনা সরকার আপনাদের চাল, টাকা ও বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করছে। নদী, জাল, মাছ আপনাদের তাই মা’ ইলিশ রক্ষা করলে সে সুবিধা আপনারা ভোগ করবেন। শেখ হাসিনা সরকারই নদীতে মা’ইলিশ রক্ষা করে দেশের জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করেছেন। শেখ হাসিনার সরকারের আমলে কারও ছনের ঘর নেই, খালি গায়ে খালি পায়ে কেউ নেই।’

রোববার (৯ অক্টোবর) বিকেল ৩ টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের উদ্যোগে মেঘনার পাড় পুরাতন হাইমচর কলেজ মাঠে মা’ ইলিশ রক্ষা কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর জেলা প্রশাসক মো. আ. সবুর মন্ডলের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে মা’ ইলিশ রক্ষা কার্যক্রম অবহিতকরন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশিদ।

সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন হাইমচর মহাবিদ্যালয়ের প্রভাষক ইউসুফ আল মামুন।

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

‘জেলেরা মা ইলিশ রক্ষা করে প্রমাণ করতে হবে চাঁদপুর ইলিশের বাড়ি’

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর

Leave a Reply