Home / সারাদেশ / ছাত্রীদের অশালীন মন্তব্য করায় শিক্ষকের কারাদণ্ড
ছাত্রীদের অশালীন মন্তব্য করায় শিক্ষকের কারাদণ্ড

ছাত্রীদের অশালীন মন্তব্য করায় শিক্ষকের কারাদণ্ড

টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্তকারী শিক্ষক সাইদুর রহমান বাবুলের (৪২) এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান বাবুল বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজী শিক্ষক ও কালিহাতী উপজেলার পারখী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই শ্রেণি কক্ষে ছাত্রীদের অশালীন মন্তব্য ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন শিক্ষক সাইদুর রহমান বাবুল। এরই ধারাবাহিকতায় গতকাল রোববারও নবম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেন তিনি। স্কুল ছুটির পর ছাত্রীরা অভিভাবকদের বিষয়টি জানায়।

সোমবার সকালে বিক্ষুব্ধ ছাত্রীরা ক্লাস বর্জন করে এবং অভিভাবকরা ওই শিক্ষককে অবরুদ্ধ করে গণধোলাই দেন।

গণধোলাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষক সাইদুর রহমান বাবুলকে আটক করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনার প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুল মমিন খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান, টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমানসহ অভিভাবক ও ছাত্রীদের সমন্বয়ে সভা করেন। পরে পুলিশি পাহাড়ায় অভিযুক্ত ওই শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, ছাত্রীদের অশালীন মন্তব্য ও কুপ্রস্তাব দেয়ার সত্যতা পাওয়ায় শিক্ষক সাইদুর রহমান বাবুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও এ ঘটনায় প্রচলিত আইনে অভিভাবকরা যদি কোনো মামলা দায়ের করেন তাহলে তাদের আইনি সহায়তা দেয়া হবে।
(জাগো নিউজ)

বার্তা কক্ষ
অক্টোবর ১,২০১৮

Leave a Reply