Home / আন্তর্জাতিক / প্রবাস / মালয়েশিয়া বিএনপির কমিটিকে পুন:বিবেচনার আহবান
মালয়েশিয়া বিএনপির কমিটিকে পুন:বিবেচনার আহবান

মালয়েশিয়া বিএনপির কমিটিকে পুন:বিবেচনার আহবান

মালয়েশিয়া: বিএনপির মালয়েশিয়া শাখার নবগঠিত কমিটিকে পুনঃবিবেচনা করার আহবান জানিয়েছেন একই কমিটির সহসভাপতি শহীদুল্লাহ শহীদ।

শনিবার সন্ধ্যায় সুবাং জায়া শাখা আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, আমি নই, পুনঃবিবেচনা করে যোগ্য লোকদের দলের নেতৃত্বে স্থান দেওয়া উচিত। তাহলে প্রবাসে বিএনপির রাজনীতি শক্তিশালী হবে। নবগঠিত কমিটির নেতৃত্বে থাকা দল বিরোধীদের কমিটি থেকে বাদ দেওয়া হোক।

তিনি আরো বলেন, দলের প্রয়োজনে বিভিন্ন সময়ে আন্দোলন করেছি এখনও দলের প্রয়োজনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মত আন্দোলন করবো।

প্রতিবাদ সভায় নবগঠিত কমিটির সহসাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দীন বলেন, বিএনপি ভদ্রলোকের দল আর ভদ্রলোকেরাই বিএনপি করে। মালয়েশিয়া বিএনপিতেও আমরা ভদ্রলোক চাই কোন দালালকে দেখতে চাই না।

বিএনপি নেতা জহিরুল ইসলামের সঞ্চালনায় ও সুবাং শাখা বিএনপির সভাপতি ইমন রহমানের সভাপতিত্বে সভায় নতুন কমিটি বাতিলের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জোসেবুল আলম বিপ্লব, সালাহউদ্দিন ভূইয়া, শফিউদ্দিন, সাগর রহমান, শরিফুল ইসলাম, মজিবুর রহমান, জুয়েল রানা, জহির আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবাং শাখা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

চাঁদপুর টাইমিস নিউজ ডেস্ক: ।। আপডেট 0১:১৪ এএম, ১৭ অক্টোবর, ২০১৫ রোববার

ডিএইচ

বশির আহমেদ ফারুক