Home / আন্তর্জাতিক / মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগ
mahathir-mohammed-...
ফাইল ছবি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলেন। সোমবার ২৪ ফেব্রুয়ারি দুপুর ১ টার সময় মালয়েশিয়ার রাজার কাছে পদত্যাগপত্র পাঠানো হয়। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে মাহাথির মোহাম্মদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

কৌশলগত কারণে মাহাথির মোহাম্মদ পদত্যাগ করতে পারেন বলেও অনেকে ধারণা করছেন। পাকাতান হারাপান দলের বেশ কয়েকজন নেতাও বিষয়টি নিশ্চিত করেছেন। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস এমন খবর প্রকাশ করে।

নেতাদের মতে, আনোয়ার ইব্রাহিমের কাছে প্রধানমন্ত্রীত্ব হস্তান্তর না করতেই এ কৌশল গ্রহণ করেছেন তিনি। দলের অভ্যন্তরীন চুক্তি অনুসারে ২০২৩ সালের নির্বাচনের আগে আনোয়ার ইব্রাহিমের দায়িত্ব হস্তান্তর করার কথা মাহাথিরের।

সূত্র মতে, মালয়েশিয়ার রাজা এ পদত্যাগপত্র গ্রহণ করবেন না। কারণ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের সমর্থন রয়েছে মাহাথিরের প্রতি। অবশ্য মালয়েশিয়ার রাজা স্থানীয় সময় সোমবার দুপুর আড়াইটায় আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

ফলে মাহাথিরের পদত্যাগ তিনি গ্রহণ করবেন না এটা নিশ্চিত করা যাচ্ছে না। এর আগে গত শনিবার রাতে সংবাদ সম্মেলনে করে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া কথা বলেছিলেন মাহাথির মোহাম্মদ।

বার্তা কক্ষ ,২৪ ফেব্রুযারি ২০২০