Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে সাবেক ছাত্রনেতা জিতুসহ নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবি
BNP Logo-2
ফাইল ছবি

মতলবে সাবেক ছাত্রনেতা জিতুসহ নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মতলব উত্তরের বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, উপজেলা যুবদল সভাপতি রাশেদ হাসান টিপু, ছাত্রদলের সভাপতি আল-আমিন সরকার, সাধারণ সম্পাদক তৌফিক আজিম মিশুসহ ২০ নেতাকর্মীর নামে নামে মামলার প্রতিবাদ জানানো হয়েছে।

‘মিথ্যা ও ভিত্তিহীন’ মামলা দায়েরে প্রতিবাদে মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক প্রেসবার্তায় যৌথ বিবৃতি দিয়েছে মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

বিবৃতিতে জানানো হয়, ‘মতল উত্তর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

মামলা প্রত্যাহারের দাবিতে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন, মতলব উত্তরের বিএনপির সভাপতি এহসানুল হক ফটিক, ছেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান ইয়াসিন মোল্লা, সিনিয়র যুগ্ম -সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ উল্লা রাজিব যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু ,সাংগঠনিক সম্পাদক একেএম তোফাজ্জল হোসেন লিটন,ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সিনিয়র সহসভাপতি ফেরদৌস ইসলাম সোহেল সাধারণ সম্পাদক রাশেদ জামান টিপু ,ছেঙ্গারচর পৌর যুবদলের সভাপতি ফয়সাল রহমান ডালিম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মহসিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু নাসের শ্যামল, সিনিয়র যুগ্ম -সাধারণ সম্পাদক মো. আল আমিন হক নিরব, ছেঙ্গারচর পৌর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার কামাল সাধারণ সম্পাদক শাকিল খাঁন।

নেতৃবৃন্দ ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের সভাপতি, আহবায়ক ,সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম আহবায়কগণ এ বিবৃতিতে একাত্মতা পোষণ করেছেন বলেও জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ০৮:১৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮, সোমবার
ডিএইচ