Home / সারাদেশ / মানবপাচার চক্রের প্রধান বিপুল আটক
মানবপাচার চক্রের প্রধান বিপুল আটক
প্রতীকী ছবি

মানবপাচার চক্রের প্রধান বিপুল আটক

‎Sunday, ‎May ‎10, ‎2015 09:24:08 PM

চুয়াডাঙ্গা করেসপন্ডেন্ট :

প্রায় শতাধিক গ্রামবাসীকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের অভিযোগে চুয়াডাঙ্গা অঞ্চলের মূল হোতা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামের বিপুল হোসেন ওরফে বিপ্লব (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার একটি বিশেষ দল, চিহ্নিত মানব পাচারকারি বিপুল ওরফে বিপ্লবকে তার নিজ বাড়ী থেকে তাঁকে গ্রেফতার করে ।

চুয়াডাঙ্গা সহকারি পুলিশ সুপার মো: ছফিউল্লাহ চাঁদপুর টাইমসকে জানান, ছোট শলুয়া গ্রামের জাকির হোসেনের ছেলে বিপুল হোসেন দীর্ঘদিন যাবত চুয়াডাঙ্গাসহ আশপাশের এলাকা থেকে নিরীহ গ্রামবাসিদের প্রলোভন দেখিয়ে ৪০-৫০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে পাঠাতো। তার বিরুদ্ধে বেশকয়েকটি মামলাসহ অর্ধশতাথিক অভিযোগ থানায় জমা আছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপুল পাচার হয়ে যাওয়া ৩০ জনের নাম ঠিকানা পুলিশের কাছে স্বীকার করেছে। আরও তথ্য বের করার জন্য মানবপাচারকারি দলের চুয়াডাঙ্গা অঞ্চলের হোতা বিপুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।

 চাঁদপুর টাইমস- এএস/এমআরআর/২০১৫

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes