চাঁদপুর শাহতলী জিলানী চিশতী কলেজে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া।
তিনি বলেন, ‘শুদ্ধসুরে জাতীয় সংগীত আমাদের অন্তরের বহিঃপ্রকাশ। ১৯৭১ সালে আমরা যদি স্বাধীন না হতাম, তাহলে আমাদের অবস্থা রোহিঙ্গাদের চেয়েও খারাপ হতো। কারণ রোহিঙ্গা তাদের বলে যাদের কোন স্বাধীন দেশ নেই। বঙ্গবন্ধুর জন্যই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা স্বাধীন হয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি ও পেয়েছি একটি জাতীয় সংগীত। তাই এ জাতীয় সংগীত শুদ্ধভাবে গাইতে হবে। জাতীয় সংগীত অনুধাবন করে দেশেকে এগিয়ে নিয়ে যেতে হবে। পৃথিবীতে যতো জাতি উন্নত হয়েছে, তাদের ভিশন ছিল উন্নত। আমরাও আমাদের ভিশন নিয়ে কাজ করতে হবে।’
এডিসি বলেন, ‘আমরা এখন চাই মানসম্মত শিক্ষা। মাননীয় প্রধানমন্ত্রী মানসম্মত শিক্ষা বিস্তারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। শিক্ষার মধ্যে অনেক কিছু রয়েছে। যেমন খেলাধুলা, বিতর্ক ইত্যাদি। খেলাধূলা ও সংস্কৃতচর্র্চা শিক্ষার চেয়েও গুরুত্বপূর্ন। সংস্কৃতচর্চার মাধ্যমে মনের বিকাশ ঘটে। শারীরিক সুস্থতা বজায় রাখায় জন্য খেলাধুলা প্রয়োজন।
কলেজ গভনির্ং বডির সদস্য উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় গভর্নিং বডির চেয়ারম্যান বলেন, শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছো তাদেরকে ধন্যবাদ। এ কলেজটি চাঁদপুর সদর উপজেলার প্রথম বেসরকারি কলেজ। এখানে শিক্ষার মান অনেক ভালো। এখানে একটি আইসিটি ল্যাব রয়েছে। নারী শিক্ষায় এ প্রতিষ্ঠানটি এগিয়ে।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো:শাহাদাৎ হোসেন ,মান্দারী আলিম মাদরাসার সহকারি শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রৌশনারা আক্তার।
প্রতিযোগীদের মধ্যে বক্তব্য রাখেন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমেনা বিনতে মনির।
পরে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: নাঈম আহমেদ।
স্টাফ করেসপন্ডেন্ট, ২৮ জানুয়ারি ২০২০