Home / চাঁদপুর / মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে চাঁদপুর তথ্য অফিসের প্রেসব্রিফিং
breafing

মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে চাঁদপুর তথ্য অফিসের প্রেসব্রিফিং

চাঁদপুর জেলা তথ্য অফিস চাঁদপুরের আয়োজনে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রেস ব্রিফিং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃস্পতিবার (১ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আই সিটি) মো:মঈনুল হাসান বলেন, মাদক এর বিরুদ্ধে অভিযান বাড়াতে হবে। এত সকলকে এগিয়ে আসতে হবে। চাঁদপুরে এক জাক তরুন সংবাদপত্রের নিবেদিত হয়ে কাজ করছে। এখানের সাংবাদিক সমাজ অনেক বেশি সচেতন। তাঁরা আগ থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক অবদান রেখে আসছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল কম। তারপরেও জেলা প্রশাসন আর আইন-শৃঙ্খলা বাহিনী সহায়তায় প্রতিষ্ঠানটি কাজ করেছে।

তিনি আরো বলেন, সড়ক রেল নৌ পথে মাদক ঢুকতে না সে দিকে সকলের লক্ষ্য রাখতে হবে। চাঁদপুরকে মাদক মুক্ত রাখতে সকলকে কাজ করতে হবে। সরকার তথ্য বিভাগকে এ বিষয়ে সচেতনমূলক কর্মসূচি পালন করতে নির্দেশ দিয়েছেন।

এসময় তিনি তথ্য বিভাগের পরিসংখ্যান দেখে বলেন, সারাদেশে ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। সে তালিকায় চাঁদপুরের মাদকসেবীরাও রয়েছে। এদে বিষয়ে সবাইকে সতর্ক করতে হবে।

জেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেনর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেক্লাবের সভাপতি ইকবাল পাটওয়ারী, সাবেক সভাপতি বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ,জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো: তাজুল ইসলাম,চাঁদপুর মডেল থানার এস আই হারুনুর রশিদ,

এসময় ইলেকট্রনিক, জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আনোয়ারুল হক
আপডেট, বাংলাদেশ সময় ৯:১৫ পিএম, ১ মার্চ ২০১৮,বৃহস্পতিবার
এজি