Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / ময়লা-আবর্জনা দিয়ে খাল ভরাট, এলাকাবাসীর দুর্ভোগ
ময়লা

ময়লা-আবর্জনা দিয়ে খাল ভরাট, এলাকাবাসীর দুর্ভোগ

চাঁদপুরের শাহরাস্তির পৌরসভার ৮নং ওয়ার্ড নিজ মেহার কালীবাড়ি এলাকার মেহার ধনাগোদা সংযুক্ত খাল ময়লা আবর্জায় দখল হয়ে যাচ্ছে। দিন দিন একটি পক্ষ পৌরসভার আবর্জনা ফেলছে। এতে করে পুরো খাল ভরাট হয়ে সংকুচিত হয়ে যাচ্ছে। শত বছরের এই পুরনো খাল রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, মেহার ধনাগোদা খালের পাশেই কয়েকটি বাড়িসহ দোকান রয়েছে। কিছু দিন ধরে খাল দখল করতে ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের ভাই মানিকুর রহমান পৌরসভার ময়লা আবর্জনা ফেলে খাল ভরাট করছে। একদিকে ময়লা-আবর্জনা দুর্গন্ধ, অন্যদিকে খাল ভরাট হওয়ার কারণে বৃষ্টির পানি নিষ্কাশন হচ্ছে না। এতে করে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত খাল দখলমুক্ত করে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। 

শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার  (ভূমি) আমজাদ হোসেন জানান, সরকারি খাল দখলের খবর শুনে সাথে সাথে কাজ বন্ধ রাখা হয়েছে। উপজেলার কোথাও সরকারি ভূমি বা খাল দখল করতে দেওয়া হবে না। সরকারি সম্পত্তির বয়স এক বছর হোক কিংবা একশ বছর, বেআইনি ভাবে কাউকে দখল করতে দেওয়া হবে না। যদি কেউ দলখ করার চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ৮ মে ২০২২