Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব পৌরসভার তিন গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন
মতলব পৌরসভার তিন গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন

মতলব পৌরসভার তিন গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন

চাঁদপুরের মতলব পৌরসভার ৪নং ওয়ার্ডের নিলক্ষ্মী, চরনিলক্ষ্মী ও চরপাথালিয়া গ্রামের ৩ কিলোমিটার বিদ্যুতায়নের বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উদ্বোধন করা হয়।

বিদ্যুৎ উদ্বোধনকালে প্রধান অতিথি মতলব পৌরসবার মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এমপি যখনই ক্ষমতায় আসে তখনই এলাকার সার্বিক উন্নয়ন হয়। তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তি হওয়ায় এলাকার উন্নয়নমূলক কাজে সবচেয়ে বেশি বরাদ্ধ পেয়ে থাকেন। আাগামি ২০১৭ সালের মধ্যে মতলব পৌরসভার প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।’

মো. হান্নান হাজীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা তোফায়েল আহম্মেদ বাবুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির মতলব দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত ডিজিএম মো. মনির হোসেন, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ ওয়াহিদুজ্জামান মৃধা, চরনিলক্ষ্মী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ হান্নান প্রধান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মোঃ জানিবুল হক রাজু, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা প্রমুখ।

এসময় পল্লী বিদ্যুতের কর্মকর্তাবৃন্দসহ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতরব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৩:১০ এএম, ৯ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply