চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের উদ্যেগে গত ১৩ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় থানা প্রাঙ্গণে শীতার্ত অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুরের পুলিশ মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ – পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ) সুদীপ্ত রায়,অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)সালেহ আহমেদ, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির,সাবেক প্রচার সম্পাদক সমীর ভট্টাচার্য বলু, সাবেক ক্রীড়া সম্পাদক আশরাফুল জাহান শাওলিন প্রমুখ।
উল্লেখ্য, মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে শতাধিক অসহায় শীতার্ত নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৩ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur