Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের প্রস্তুতিসভা
Motlob Dokkhin
প্রতীকী

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের প্রস্তুতিসভা

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৬ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) আইরিন আক্তার।

অন্যান্যদের মাঝে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সদস্য আনিসুজ্জামান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম খান,উপজেলা শিক্ষা অফিসার এ,কে,এম শহিদুল হক মোল্লা মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মতলব পৌরসভার প্যানেল মেয়র-২, কিশোর কুমার ঘোষ, মতলব পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোসলে উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক বাদল নন্দী, উত্তম কুমার ঘোষ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আছমা আক্তার আখি, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাধারন সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলছুম শেফা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সামাজিক রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক সুধীজন।

উক্ত সভায় জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকল্পে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক