চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মুফতি হজ্ব গ্রুপের আয়োজনে পবিত্র হজ্ব যাত্রীদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মতলব সূর্যমুখী কচি কাঁচা মেলা প্রাঙ্গনে ৬ মে শনিবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে বারেটা পর্যন্ত হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুফতি হজ্ব গ্রুপ ট্রাভেলস এজেন্সির পরিচালক হাজী মোঃ মহসীন।
প্রশিক্ষক হিসেবে বক্তব্যে রাখেন মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী, মুফতি মাওলান মোঃ ফেরদৌস আহমেদ,মুফতি মাওলানা মোঃ এমদাদ হোসেন।
এ সময় হজ্ব যাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, জেলা জাতীয় পার্টির নেতা মিজানুর রহমান খান,আব্দুল কাইয়ুম খান, আইসিডিডিআরবির কর্মকর্তা নাসির উদ্দীন ও দেওয়ান মোঃ সুরুজ। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা নুর মোহাম্মদ কাসেমী। উল্লেখ্য, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা একমাত্র মুফতি হজ্ব গ্রুপ এজেন্সির শা’বান এয়ার ইন্টারন্যাশনাল, হিজল ট্যুরস এন্ড ট্রেডস এর মাধ্যমে প্রতিবছর চাঁদপুরের মতলবসহ বিভিন্ন জেলার শতাধিক নারী -পুরুষ হজ্ব পালনের উদ্দেশ্য সৌদী আরব যায়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৬ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur