Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / বিএনপি দুর্নীতিগ্রস্ত একটি দল : মতলবে পরিকল্পনা প্রতিমন্ত্রী
বিএনপি

বিএনপি দুর্নীতিগ্রস্ত একটি দল : মতলবে পরিকল্পনা প্রতিমন্ত্রী

চাঁদপুরের মতলব দক্ষিণে পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. অধ্যাপক শামসুল আলম বলেছেন, রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলে বিএনপি। এ দলটি হচ্ছে দুর্নীতিগ্রস্ত একটি দল। আপনারা সবাই সতর্ক থাকবেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে। এ সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ৬ মে নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে দক্ষিণ বারগাঁওয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর উপহার ও নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী হতদরিদ্র মানুষের মাঝে বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে ও নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান, উপজেলা আওয়ামী লীগ নেতা প্রভাষক জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তছলিম আহমেদ মিয়াজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম মোল্লা, ইউনিয়ন যুবলীগের যুবলীগের সভাপতি রাসেল পাটওয়ারী নিলয়, যুবলীগ নেতা ডাঃ শিপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বশির উল্লাহ, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন জুয়েল, আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) বাবু পঙ্কজ সরকার, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ, ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পরিষদের সদস্যবৃন্দ। পরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এলাকার হতদরিদ্র মানুষের মাঝে (শাড়ি-লুঙ্গি) বিতরণ করা হয়।

অপরদিকে বেলা ১২টায় নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের আয়োজনে ডিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রেনু দাসের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া তালুকদার, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা আলমগীর সরকার প্রমুখ।

পরে নারায়ণপুর ইউনিয়নে বেলা ২টায় নারায়ণপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রেনু দাসের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান, উপজেলা আওয়ামী লীগ নেতা প্রভাষক জসিম উদ্দিন, নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মাস্টার। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্ব স্ব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৬ মে ২০২৩