Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের উদ্বোধন
মতলব দক্ষিণে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের উদ্বোধন

মতলব দক্ষিণে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের উদ্বোধন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ন্যায্য মূল্যে সরকারিভাবে ধান ক্রয় বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৩টায় সরকারী খাদ্য গুদাম প্রাঙ্গণে কৃষক, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কৃষকরাই সোনার ফসল ফলায়, তাইতো বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার কৃষকদের কষ্টকৃত উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত প্রকৃত কৃষকদের নিকট হতে ধান ক্রয় করছে।

এ সময় ইউএনও বলেন, ‘আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মানসম্মত ধান ক্রয় করা হবে। কৃষকরা ন্যায মূল্য পাওয়ার বিষয়ে কোন দুর্নীতিকে বরদাস্ত করা হবে না। ’

ন্যাযমূল্যের ধান ক্রয়ের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, ওসিএলএসডি মো. আবু তাহের খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.মহিউদ্দিন প্রমুখ। ন্যায়মূল্যের ধান ক্রয়ের প্রথম দিনে আলম প্রধান, মনির সরকার, আব্দুস সাত্তার, আনিছুর রহমান স্বপন, নজরুল ইসলামসহ অনেকের কাছ থেকেই কেজি প্রতি ২৩টাকা দরে প্রায় তিন টন ধান ক্রয় করা হয়।

]পলাশ রায়, মতলব দক্ষিণ

: আপডেট, বাংলাদেশ সময় ০৯:৫০ পিএম, ২ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ