Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
মতলব দক্ষিণে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

মতলব দক্ষিণে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে র‌্যালী ও আলোচনাসভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তন থেকে র‌্যালী বের হয়ে মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপ্ত হয়।

এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘দুর্যোগে পাবে না ভয়, দুর্যোগকে আমরা করবো জয়’।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম ফারহানা ইসলামের সভাপতিত্বে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তানভীর আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন প্রধান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রোটা. মোঃ মোফাজ্জল হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম শেফা, সহকারী শিক্ষিকা নুরুন নাহার আক্তার বকুল প্রমুখ।

|| আপডেট: ০৮:১০ অপরাহ্ন, ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার

এমআরআর