Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সভা
জাতীয়

মতলব দক্ষিণে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সভা

‘মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ প্রতিপাদ্য বিষয় নিয়ে ৭ জুন বুধবার মতলব দক্ষিণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৩ উদযাপিত হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আলোচনাসভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লাহের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ ঋত্বিকার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক, মেডিকেল অফিসার নুর ই আলম মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকসহ মেডিকেল অফিসার, বিভিম্ন মসজিদের ঈমাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীবৃন্দ।সভায় পুষ্টি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।যেমন, পুষ্টি হল খাদ্য হতে প্রাপ্ত এমন উপাদান যা দেহের বৃদ্ধি এবং শরীরের সমস্ত ফাংশন যেমন শ্বাসপ্রশ্বাস, খাদ্য হজম এবং দেহ উষ্ণ রাখার জন্য শক্তি প্রদান করে । খাদ্যে পুষ্টি রয়েছে – শরীরের টিস্যুগুলির বৃদ্ধি, মেরামত এবং রক্ষণাবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলির নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদার্থ। তাই পুষ্টির অভাবে যেন কেউ অসুস্থ না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৭ জুন ২০২৩