Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
ঐতিহাসিক

মতলব দক্ষিণে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যেগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মোরালে পুষ্পস্তবক অর্পণ করেন  উপজেলা প্রশাসন ও  উপজেলা পরিষদ। 

এরপর পর্যায়ক্রমে  মুক্তিযুদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সালেহ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা বশির উল্লাহ সরকার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না। এসয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ তুলে ধরেন ক্ষুদে শিক্ষার্থী ফাহিম,জাহির সামিদ,রুবাইত রহমান,ফুয়াদ প্রমুখ।আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৭ মার্চ২০২৩