Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে ইউএন’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
Child Marrige
প্রতীকী ছবি

মতলব দক্ষিণে ইউএন’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একাদশ শ্রেণির কলেজ ছাত্রীর (১৭) বাল্যবিয়ে বন্ধ হয়েছে। সোমবার (৫মার্চ) দুপুরে মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডের মোবারকদি গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম বাল্য বিয়েটি বন্ধের জন্য তাঁর প্রশাসনের মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমকে নির্দেশ দেন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাৎক্ষণিক মোবারকদি গ্রামের মেয়ের বাড়িতে গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন। জানা যায়, চাঁদপুর সদর উপজেলার জনৈক ছেলের সাথে একাদশ শ্রেণির কলেজ ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিল।

ছাত্রীর মা বলেন, পরিবারে অভাব-অনটন ও সামাজিক নিরাপত্তার কথা ভেবে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে তাঁর ভুল হয়েছে। সাবালিকা হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবেন না। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মেয়ের বাড়ীতে গিয়ে বাল্য বিবাহটি বন্ধ করে দেন।

পরে মেয়ের মার কাছ থেকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার জন্য অংগীকার নেওয়া হয়।

স্টাফ করেসপন্ডেন্ট