Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তর জহিরাবাদে জেলেদের মাঝে চাল বিতরণ
জেলেদের

মতলব উত্তর জহিরাবাদে জেলেদের মাঝে চাল বিতরণ

নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূূচির আওতায় চাঁদপুর মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গাজী মো. সেলিম।

বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান গাজী মো. সেলিম বলেন, আমাদের জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় সকলকে এগিয়ে আসার পাশাপাশি সচেতন হতে হবে। আইন মেনে ইলিশ শিকার হতে বিরত থাকতে হবে। মা ইলিশের ডিম ছাড়া যত নির্বিঘ্ন হবে, ইলিশের উৎপাদন ততো বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তি সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে।

এসময় ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলাম’সহ ইউপি সচিব, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ৮ অক্টোবর ২০২৩