Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় জিপিএ-৫ শূন্য
Fail student
প্রতীকী ছবি

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় জিপিএ-৫ শূন্য

চাঁদপুরের মতলব দক্ষিণ ও উত্তর উপজেলায় সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ শূন্য। এবারের এইচএসসি পরীক্ষায় মতলব উত্তরের ১১টি কলেজ এবং মতলব দক্ষিণে ৪টি কলেজ থেকে একজনও জিপিএ-৫ পায়নি।

প্রাপ্ত তথ্য মতে, মতলব উত্তরে ১১টি কলেজের পরীক্ষার্থী ছিল ১ হাজার ৬শ’ ১১ জন। পাস করে ৭শ’৭৭ জন। পাশের হার ৪৮ দশমিক ৭৫। পাশের হার সন্তোষজনকে রয়েছে নাউরি আদর্শ কলেজ ও লুধুয়া স্কুল অ্যান্ড কলেজ। একজনও জিপিএ ৫ পায়নি ।

নাউরী আর্দশ কলেজ পাশের হার ৮৭ %। এ কলেজটি থেকে ১শ’৯০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১শ’৭৪ জন। লুধুয়া স্কুল এন্ড কলেজ পাশের হার ৭৪ %। এ কলেজ থেকে ১শ’৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ফাশ করেছে ১শ’৩ জন শিক্ষার্থী।

ওই দু’টি উপজেলা থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই শতভাগ পাশের রেকর্ড স্পর্শ করতে পারেনি। অন্যদিকে মতলব দক্ষিণের ৪টি কলেজের পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯৪ জন। পাশ করে ৪শ’৭৯ জন। পাশের হার ৪৩ %। জিপিএ-৫ নেই একটিতেও। ইংরেজি বিষয়ে ফেলের কারণেই বেশিরভাগ প্রতিষ্ঠানে ফলাফল বিপর্যয় হয়েছে।

এ দিকে জিপিএ-৫ না পাওয়ায় অভিভাবক ও শিক্ষকরা হতাশ।

প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল
:আপডেট, বাংলাদেশ সময় ৮:৩৫ পিএম, ২৬ জুলাই ২০১৭,বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply