Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মাহি চৌধুরীর জন্মদিন পালিত
সংগঠনের

মতলব উত্তরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মাহি চৌধুরীর জন্মদিন পালিত

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মেধাবী ছাত্রনেতা ব্যারিস্টার আশফাক হোসেন চৌধুরীর মাহির জন্মদিন মতলব উত্তর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

মেধাবী ছাত্রনেতা আশফাক হোসেন চৌধুরীর মাহি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য দুই বারের সাবেক সফল মন্ত্রী চাঁদপুরের কৃতি সন্তান আধুনিক মতলবের রুপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের আদরের নাতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য তরুন ও যুবসমাজের অহংকার সাজেদুল হোসেন চৌধুরী দিপু এবং চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সূবর্না চৌধুরী বীনার জ্যেষ্ঠ পুত্র।
আজ শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টার সময় উপজেলার মোহনপুর আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় মাঠে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটার আয়োজন করা হয়।

মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির তপদার, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির ১ নাম্বার সদস্য মোঃ ছদরুল আমিন প্রধান ও আরিফুল ইসলাম লিখনসহ ছাত্রলীগের নেতাকর্মীদের আয়োজনে মেধাবী ছাত্রনেতা ব্যারিস্টার আশফাক হোসেন চৌধুরীর মাহির জন্মদিন পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হৃদয়, ষাটনল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম দেওয়ান, টিপু সুলতান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল হক শান্ত, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ পিয়াস, কলাকান্দা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার, এবাদুল্লাহ সৈয়াল, সুমিত, ছেংগারচর পৌর ছাত্রলীগ নেতা, রিয়াদুল ইসলাম, আল-আমিন, জিহাদ, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগ সদস্য সাকিব হাসান শাওন, বাদশা, সাকিব, মমিনুল,মহিন, এখলাছপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য, আরিফুল ইসলাম হৃদয়, নাহিদ, নাসিরসহ বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলী,ও ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মেধাবী ছাত্রনেতা ব্যারিস্টার আশফাক হোসেন চৌধুরীর মাহির জন্মদিন মতলব উত্তর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে।
এখলাছপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড হাশিমপুর পাম্প হাউজ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে ব্যারিস্টার আশফাক হোসেন চৌধুরীর মাহির জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিনহাজ উদ্দিন খান।

মোঃ কবির উদ্দিন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমান উল্লাহ মাষ্টার, আওয়ামীলীগ নেতা ডা. জামাল হোসেন স্বপন, আরিফ প্রধান,সাবেক মেম্বার অঅব্দুল মতিন সরদার, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম, আব্দুল সাত্তার বাদশা, মোস্তফা বেপারী, রবিউল আলম মুকুল, ইসমাইল হোসেন মাস্টার,ছাত্রলীগ নেতা নাছির, নাহিদ খান,হৃদয় প্রমূখ।

অপরদিকে গতকাল শুক্রবার (৪ নভেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মতলব উত্তর উপজেলার মোহরপুরে ৭নং মোহনপুর ইউপির স্বর্নপদক প্রাপ্ত প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুলের সুযোগ্য সন্তান সাবেক ছাত্রনেতা সুমিত চৌধুরীর উদ্যোগে আনন্দঘনো পরিবেশের মধ্য দিয়ে আশফাক হোসেন চৌধুরী মাহির জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে মিলাদ,দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ ঢালী, বীর মুক্তিযোদ্ধা শাহাজান বেপারী,,মোঃ নুরুল হক প্রধান,৭নং মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান নাদিম,সাবেক সাংগঠনিক সম্পাদক ও মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আসিফ হোসেন শামীমসহ ৭নং মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগ এর বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আশফাক হোসেন চৌধুরী মাহির জন্মদিন সারাদিনব্যাপি উপজেলা ছাত্রলীগের সকল নেতা কর্মীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের প্রিয় সাবেক এই ছাত্রলীগ নেতা আশফাক হোসেন চৌধুরী মাহির জন্মদিন পালন করেন। সারাদিন শেষে এলাকার ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটার মাধ্যদিয়ে জন্মদিনের আয়োজন শেষ হয়। শুধু ছাত্রলীগের নেতাকর্মী নয়, ব্যক্তিগত জীবনে তিনি সবার সুখে-দুঃখে ছিলেন এবং থাকবেন এমনটিই প্রত্যাশা করেন সকলে।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ৪ অক্টোবর ২০২৩