Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে দু’দফা ভুমিকম্প আতংকে স্কুল-কলেজের শিক্ষার্থী

মতলব উত্তরে দু’দফা ভুমিকম্প আতংকে স্কুল-কলেজের শিক্ষার্থী

‎Saturday, ‎25 ‎April, ‎2015  11:22:33 PM

কামাল হোসেন খান:

সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দু’দফায় প্রচন্ড ভুমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ভমিকম্পে কেঁপে ওঠে গোটা উপজেলা। প্রায় মিনিট খানেক স্থায়ী থাকে এ ভুমিকম্প ।

এ ভূমিকম্পের শুরু হওয়ার সাথে সাথে স্কুল-কলেজ এবং অফিস-আদালত ও সাধারণ মানুষ অনেকেই বাসাবাড়ি থেকে বের হয়ে বাইরে অবস্থান নেন এবং আতংকে এদিক-ওদিক ছুটাছুটি শুরু করে নিরাপদে আশ্রয়ে ছুটে যেতে দেখা যায়।

 ভুমিকম্পে উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার আরো কয়েকটি শিক্ষ প্রতিষ্ঠানে ভবনে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে।

চাঁদপুর টাইমস/ডিএইচ/2015