চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। রোববার (৮ অক্টোবর) দুপুরের দিকে মেঘনা নদীর তীর সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরনে কালো রংয়ের ফুল প্যান্ট ও সেন্টু গেঞ্জি ছিল। তবে স্থানীয়রা কেউ তার নাম-পরিচয় শনাক্ত করতে পারছেন না।

মরদেহের পরিচয় জানলে মোহন পুলিশ ফাঁড়ি ব্যবহৃত মোবাইল নাম্বার-০১৩২০-১৬৪৫৫০ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মো. মুুনিরুজ্জামান।
মোহনপুর নৌ-ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান জানান, মরদেহের পরিচয় উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক ভাবে ওই ব্যক্তির শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।
প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ৮ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur