Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে মাদক ও অপচিকিৎসায় কঠোর হুশিয়ারি
matlab-2

মতলবে মাদক ও অপচিকিৎসায় কঠোর হুশিয়ারি

মতলব দক্ষিণ উপজেলায় মাদক ও অপচিকিৎসা কারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম এ হুশিয়ারি দেন। সভায় মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে এবং প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অপচিকিৎসার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

মাদক নির্মুল এবং চিকিৎসার নামে সাধারণ মানুষদের সাথে প্রতারণা রোধ করতে যতটুকু কঠোর হওয়া দরকার ততটুকু কঠোর হবেন প্রশাসন। এ ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সমাজের বিত্তবানদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম।

গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় এবং আনাচে-কানাচে যে ভাবে মাদক ছড়িয়ে পড়ছে তা এখন থেকে কঠোরভাবে দমন করা না গেলে শিক্ষা ও সমাজব্যবস্থা ধ্বংশ হয়ে যাবে। অপরদিকে নাম সর্বস্ব সাইনবোর্ড ঝুলিয়ে যে সকল প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে অপচিকিৎসা করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্তা নেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মতলবগঞ্জ জেবি পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মাইটিভির মতলব প্রতিনিধি রোকনুজ্জামান রোকন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ল²ী রানী দাস তারা, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন প্রধান, উপজেলা প্রণাসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা আতম বোরহানউদ্দিনসহ সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক

Leave a Reply