Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে প্রয়াত হুমায়ুন কবিরের স্মরণ সভা ও দোয়া
স্মরণ

মতলবে প্রয়াত হুমায়ুন কবিরের স্মরণ সভা ও দোয়া

মতলব দক্ষিণ উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, কৃতি শিল্পী, প্রশিক্ষক ও সংগঠক প্রয়াত হুমায়ুন কবির রেবন স্মরণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

মতলব সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে ২৭ জানুয়ারি শুক্রবার বিকেল ৪ ঘটিকায় কচি-কাঁচার শিশু মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মতলব লালন চর্চা ও গবেষণা কেন্দ্রের সভাপতি দেওয়ান রেজাউল করিমের সভাপতিত্বে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইফতেখার উদ্দিন কাদরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন আল-আমিন ক্রীড়া চক্রের সভাপতি এস এম সেলিম, কচি-কাঁচার মেলার প্রবীণ সদস্য মোস্তফা কাদরী, মতলব দক্ষিণ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, ললিত কলা সঙ্গীতায়নের প্রশিক্ষক দুলাল পোদ্দার, কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের সভাপতি ও আইনুন নাহার কাদরী, শোভা সঙ্গীতায়নের পরিচালক দুলাল পোদ্দার, আবৃত্তি সংগঠন সনক এর সভাপতি সাইদুল আরেফিন শ্যামল, ধ্রুপদ সাংস্কৃতিক একাডেমির পরিচালক

নাজমুল আহসান খোকন, সংগিতশিল্পী আশিক কবির, মতলব প্রেসক্লাবের সভাপতি আক্তার হোসেন, বসুন্ধরা নাট্যগোষ্ঠীর সভাপতি লোকমান হোসেন হাবিব, অঙ্গীকার বন্ধু সংগঠন এর সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজী, শিক্ষক ও শিল্পী নাজমুল ইসলাম সুমন, আবৃত্তি শিল্পী ও কামরুন নাহার কাদরী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মতলব দক্ষিণ উপজেলা সাধারণ সম্পাদক এএস পলাশ, শিক্ষিকা ফৌজিয়া ইসলাম পুতুল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই মরহুম শিল্পী হুমায়ুন কবির রেবন স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ মোজাম্মেল হক।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৭ জানুয়ারি ২০২৩