Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা
মতলবে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

মতলবে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

সরকারি ছুটির দিন থাকা সত্ত্বেও ঢাকার গুলশানে হলি আটির্জেন বেকারী ও রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন রোববার (০৩ জুলাই) সকালে আইনশৃংখলা সংক্রান্ত বিশেষ সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, জেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী দাস তারা, ওসি মো.কুতুবউদ্দিন, উপজেলা আ’লীগের সহ সভাপতি হুমায়ূন কবির, দেওয়ান রেজাউল করিম, মতলব দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, মহিলা আ’লীগ নেত্রী আসমা আক্তার আখি, পৌর কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, ওহিদুজ্জামান মৃধা, মামুন চৌধুরী বুলবুল,উপজেলা পরিষদ মসজিদের খতিব মুফতি হাফেজ মাও. মোর্শেদুল আলম সিরাজী, মতলব দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, মতলব ডিগ্রি কলেজের প্রদর্শক আশোক কুমার রায়, ব্যবসায়ী গণেশ ভৌমিক, সাংবাদিক নিমাই চন্দ্র ঘোষ।

সভায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, পৌর প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফারহানা আক্তার রুমা দৈনিক ইত্তেফাক পত্রিকার মতলব দক্ষিণ সংবাদদাতা মো.আকতার হোসেন, সাংবাদিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রেদওয়ান আহমেদ জাকিরসহ মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় ঈদের পর ইমাম সমাবেশ করার সিদ্বান্ত নেওয়া হয়।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ পিএম, ৩ জুলাই ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply