Home / উপজেলা সংবাদ / মতলবে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই : ক্ষয়-ক্ষতি ১০ লাখ
Fire-আগুন
ফাইল ছবি।

মতলবে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই : ক্ষয়-ক্ষতি ১০ লাখ

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের পাটোয়ারী বাড়ীতে বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর ও সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ৫জন আহত হয়েছে। এতে প্রায় ১০লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত মোঃ মিজান পাটোয়ারী জানান, একই গ্রামের কবির হোসেনদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই মধ্যে কিছুদিন পূর্বে এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মারধর করে এবং ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে এলাকা ছাড়া করবে বলে হুমকি ধমকি দেয়।

তিনি বলেন, কবির হোসেন, সৈয়দ পাটোয়ারী, কাদির, শাহীন, জামাল, মোকশেদ, সাগর, মিজান পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে পেট্টোল ঢেলে আমার বসত ঘর ও দলিল পত্রাদি পুড়িয়ে দেয়। বর্তমানে ঘর বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।

ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার বলেন, অগ্নিকান্ডের বিষয়টি জেনে সরজমিনে গিয়েছি।

মতলব দক্ষিণ প্রতিনিধি ||আপডেট: ০৯:৩২ অপরাহ্ন, ১৮ মার্চ ২০১৬, শুক্রবার

এমআরআর