Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / বৃহত্তর মতলবের প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
মতলবের

বৃহত্তর মতলবের প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

বৃহত্তর মতলবের প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলী আশরাফ পাটোয়ারী (৭২) হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ তার গ্রামের বাড়ি করবন্ধতে ৩ আগস্ট মঙ্গলবার ভোর চারটায় ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)। 

বাদ আছর মরহুমের নামাজে জানাজা উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী জনতা বাজার মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বি এইচ এম কবির আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক  এম এ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, উপাদি দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ এলাকার মুসুল্লিগণ অংশ নেন।

তিনি উপাদি দক্ষিণ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানও ছিলেন। আলী আশ্রাফ পাটোয়ারীর মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

অপরদিকে শোক জানিয়েছেন মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন। 

প্রতিবেদকঃ মাহফুজ মল্লিক