Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের বিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মতলবের বিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
আধরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। ছবি- চাঁদপুর টাইমস

মতলবের বিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্কুলে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আধারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জৈনপুর পীর সাবেহ আলহাজ¦ হযরত মাওলানা আদনান আহম্মেদ সিদ্দিকী।

প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ আইয়ুব আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. মনির হোসেনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম এ রাজ্জাক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান, মোহাম্মদ আলী, আব্দুল খালেক মিয়াজী, আবুল কালাম আজাদ, শিক্ষক মাহ্ফুজ মিয়া, এসএসসি পরীক্ষার্থী জানে আলম, অষ্টম শ্রেণির ছাত্রী তামান্না আক্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ধর্মীয় শিক্ষক মাওলানা তাফাজ্জল হোসেন। এ সময় অভিভাবক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কাশিমপুর পুরণ উচ্চ বিদ্যালয়
কাশিমপুর পুরণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.শরীফ উল্লাহ পাটোয়ারী (ঝিলন) এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো.তাজজুল ইসলাম বিএসসি’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুবিন সুজন, পরিচালনা কমিটির সদস্য মো. শরীফ উল্লাহ খান, শীতল কান্তি রায় চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মো. বশির আহম্মেদ, কাশিমপুর পুরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক নাছিমা আক্তার, ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, মো. জাবেদ, মো. জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ, আমান উল্লাহ পাটোয়ারী শাওন, ছাত্রলীগ নেতা রানা পাটোয়ারী, ফারুক মিয়াজী প্রমুখ।

আলোচনা সভার পূর্বে কাশিমপুর পুরণ উচ্চ বিদ্যালয় জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা হেলাল হোসাইন। মিলাদ মাহফিলে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, এমপি’র পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দীপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহম্মেদসহ দলীয় নেতা-কর্মী ও পরীক্ষার্থীসহ সকলের জন্য দোয়া কামনা করা হয়।

আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়
আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোশারফ হোসেন সিকদারের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. ইছহাক গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুল মান্নান, দাতা সদস্য আবুল কালাম আজাদ, ম্যানেজিং কমিটির সদস্য মবিন প্রধান, হারুন অর রশিদ, আলম মৃধা, নূরে আলম বৈদ্য, মহিলা অভিভাবক সদস্য নুর নাহার প্রমুখ।

মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন জৈনপুর পীর আলহাজ্ব হযরত মাওলানা আদনান আহম্মেদ সিদ্দিকী।

প্রতিবেদক- মতলব দক্ষিণ
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ২০ এএম, ২৬ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply