Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ‘ভোট সিলিং শেষ প্রিজাইডিং অফিসার সুস্থ’
‘ভোট সিলিং শেষ প্রিজাইডিং অফিসার সুস্থ’

‘ভোট সিলিং শেষ প্রিজাইডিং অফিসার সুস্থ’

মতলব দক্ষিণে ইউনিয়ন পরিষদের নির্বাচনে বহরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০ টায় পুরো কেন্দ্র ভোটার শূণ্য। কেন্দ্রটি দেখে মনে হবে না যে এটি একটি কেন্দ্র। ভোটারশূন্য খালি স্কুল মাঠ, অথবা ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে।

রহস্য খুঁজতে ভেতরে প্রবেশ, ঘটনার এরকম কোনটিই নয়, দেখা গেলো ভিন্ন কিছু চিত্র।

সেখানে থাকা পুলিশ সদস্য ও কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা জানান, সুষ্ঠু নির্বাচন হচ্ছে। সকাল থেকেই সব ভোটাররা কেন্দ্রে এসে তাদের ভোট দিয়ে গেছেন।

জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে দেখা যায়, নৌকা প্রার্থীর সমর্থকরা প্রতিটি বুথে ভোট সিলিং করছে।

পরে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের খোজ করলে অন্য দায়িত্বশীলরা জানান, প্রিজাইডিং অফিসার ‘অসুস্থ’। তিনি সকালে গরমের কারনে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। সাংবাদিকদের উপস্থিতিতে ঘণ্টাখানেক পর প্রতিটি বুথ থেকে নৌকার সমর্থকরা পর্যায়ক্রমে ভোট সিলিং শেষে বেরিয়ে আসে ।

যখন নৌকার সমর্থকদের সিলিং শেষ, তখনই কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তরা প্রিজাইডিং অফিসারকে খবর দেন আর তিনি সুস্থ হয়ে যান।

সুস্থ-অসুস্থতার রহস্য সম্পর্কে কেন্দ্রে এক পুলিশ সদস্য বলেন, ‘কিসের প্রিজাইডিং অফিসার অসুস্থ? তাকে নৌকার দলের লোকেরা অসুস্থ থাকার নাটক করতে বলেছেন। এখন দেখেন না, ভোট সিলিং শেষ প্রজিাইডিং অফিসার সুস্থ হয়ে গেছেন।

শরীফুল ইসলাম [/author]