Home / সারাদেশ / ভোটের আগের রাতে ব্যালটে সীল
ভোটের আগের রাতে ব্যালটে সীল

ভোটের আগের রাতে ব্যালটে সীল

[four_fifth_last][/four_fifth_last] [four_fifth_last][/four_fifth_last] [one_sixth][/one_sixth] চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটের আগেরদিন রাতেই ব্যালট পেপারে সিল মারার সময় হাতেনাতে আটক হয়েছেন এক প্রিজাইডিং কর্মকর্তা। এ ঘটনায় ওই কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার রাতে কুষ্টিয়ার সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তা হলেন কুষ্টিয়া ইসলামীয়া কলেজের প্রভাষক আশরাফ উদ্দিন।

জানা গেছে, নিয়ম অনুযায়ী ভোটের দিন সকালে ব্যালেট বইয়ের ব্যালট এবং মুড়ির অংশে অফিসিয়াল সিল মারার কথা প্রিজাইডিং কর্মকর্তার। কিন্তু এই কর্মকর্তা ভোটের আগের দিন রাতেই সেগুলোতে সিল মারতে থাকেন। একপর্যায়ে তাকে হাতেনাতে আটক করে এলাকাবাসী।

এ সময় ১৩২৭টি ব্যালটে সিল মারা ছিল। কোনো প্রার্থীর প্রতীকে রাতেই সিল মারার উদ্দেশ্যে এটি করা হচ্ছিল বলে অভিযোগ তাদের। পরে ওই প্রিজাইডিং কর্মকর্তাকে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেয় এলাকাবাসী। তাৎক্ষণিক তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

নিউজ ডেস্ক : আপডেট ৪:৩০ এএম, ০৭ মে ২০১৬, শনিবার
ডিএইচ