Home / চাঁদপুর / মাদকমুক্ত ঘোষণার পর মাদক পেলে রেহাই হবে না
মাদকমুক্ত ঘোষণার পর মাদক পেলে রেহাই হবে না

মাদকমুক্ত ঘোষণার পর মাদক পেলে রেহাই হবে না

কমিউনিটি পুলিশিং কমিটি চাঁদপুর অঞ্চল-৬ পৌর ১৫নং ওয়ার্ড এর অধীনে জিটি রোড ৩ নং মহল্লা কমিটির উদ্যোগে উঠোন বৈঠক শুক্রবার বিকেলে জিটি রোড মো. সামছুল হক গাজী বাড়িতে অনুষ্ঠিত হয়ছে।
চাঁদপুর অঞ্চল-৬এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ও ৩নং জিটি রোড মহল্লা কমিটির সভাপতি মাও. মুহাম্মদ আবদুর রহমান গাজী পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সদর উপজেলা সভাপতি সালাহ উদ্দিন আহমেদ জিন্নান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সামছুল হক গাজী, পৌর ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মালেক বেপারী, সংগঠনের অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক কাজী বেনজির অহমেদ,সহ-সভাপতি এ্যাডঃ ইব্রহিম খলিল, যুগ্ম সম্পাদক মোঃ নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুর রহমান মিয়াজী, ৩ নং মহল্লা কমিটির সহ-সভাপতি মোঃ শাহ্ আলম আখন্দ, যুগ্মœ সম্পাদক মো. নুরে আলম আখন্দ, বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন গাজী ও মো. রফিকুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান গাজী, ৩ নং জিটি রোড মহল্লা কমিটির উপদেষ্টা আলহাজ্ব মোঃ আমিনুল হক বেপারী, সাধারণ সম্পাদক আবদুর রহমান তালুকদার, সহ-সভাপতি মোঃ নাদিম হোসেন,সহ-সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মুন্না, কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, প্রচার সম্পাদক মোঃ মাসুদ পাটওয়ারী, নিবাহী সদস্য মোঃ ইউনুছ খান, এ্যাডভেঞ্চর বয়েজের সভাপতি জিএম জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহান পাটওয়ারী, মোঃ শাহ আলম সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, গত ২ এপ্রিল চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নার আমাদের ১৫ নং ওয়ার্ডকে মাদকমুক্ত ঘোষণা করেছেন। এ এলাকায় এখন থেকে মাদক বহনকারী, পাচার কারী ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা গত পুরো মার্চ মাস, মাদক নিমূল প্রচার অভিযানে ২টি মা সমাবেশ, ১টি ছাত্রী সমাবেশ, ২১টি উঠোন বৈঠক করে সর্বশেষ এসপি স্যারকে নিয়ে র‌্যালীর মাধ্যামে জানিয়ে দিয়েছি ১৫ নং ওয়ার্ডে এখন আর মাদক চলবেনা।

বক্তরা আরো বলেন, মাদকমুক্ত এলাকা ঘোষণার পর, মাদক পেলে কাউকে রেহাই দেয়া হবেনা।

গত ২৯ এপ্রিল জিটি রোডের কমিউনিটি পুলিশিংয়ের কোষাধ্যাক্ষ কামরুল ইসলাম পাটওয়ারী মাদক বিক্রেতার হামলায় আহত হয়েছে। তার পরিপেক্ষিতে মাদক বিক্রিতাকে আমরা পুলিশে দিয়ে দিয়েছি। আর মাদক বিক্রেতার সাথে যারা জোট বেধে কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তার উপর চড়া হয়েছে, তারা আজ তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ায় তাদেরকে সাধারণ ক্ষমা করে দেয়া হয়েছে। ভবিৎষতে কেউ যদি এ সংগঠনের কর্মকর্তার উপর আঘাত করে তাকে কোনো অবস্থাতেই চাড় দেওয়া হবেন। কেননা এ সংগঠন একটি সমাজিক সু-সংগঠিত সংগঠন।

আনোয়ারুল হক[/author]