Home / কৃষি ও গবাদি / ‘ভূমিকম্পের আতঙ্ক মন থেকে দূর করতে হবে’
‘ভূমিকম্পের আতঙ্ক মন থেকে দূর করতে হবে’
ফাইল ছবি

‘ভূমিকম্পের আতঙ্ক মন থেকে দূর করতে হবে’

স্বরাষ্ট মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলায় তৈরি হচ্ছি। ভূমিকম্প কখন হবে, কোথায় হবে তা কেউ বলতে পারেনা। তবে মানুষের মন থেকে ভূমিকম্পের আতঙ্ক দূর করতে হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার সকালে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইন্সিটিটিউটে অনুষ্ঠিত ভূমিকম্প বিষয়ক এক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমিকম্পে ঝুঁকি মোকাবেলা ও ক্ষয়ক্ষতি প্রমশনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অনেক কাজ করেছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহাম্মদ খাঁন।

বিশেষ অতিথির বক্তব্য দেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা ও ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।(সময়ের কণ্ঠস্বর )

নিউজ ডেস্ক : আপডেট ৫:১২ পিএম, ২৮ মে ২০১৬, শনিবার

এইউ

Leave a Reply