Home / চাঁদপুর / ভিন্নমাত্রায় নতুন বছরকে স্বাগত জানালো চাঁদপুরবাসী
ভিন্নমাত্রায় নতুন বছরকে স্বাগত জানালো চাঁদপুরবাসী

ভিন্নমাত্রায় নতুন বছরকে স্বাগত জানালো চাঁদপুরবাসী

‎Tuesday, ‎14 ‎April, ‎2015   11:03:11 PM

মিজানুর রহমান রানা :

ভিন্নমাত্রায় নতুন বছরকে স্বাগত জানালো চাঁদপুরবাসী। দিবসের শুরুতেই চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঙালির হাজার বছরের ঐতিহ্য বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সকালে র‌্যালি অনুষ্ঠিত হয়। এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ সহ জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

চাঁদপুর জেলায় নববর্ষকে স্বাগত জানিয়ে সকালে আরো বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে র‌্যালি এবং র‌্যালি শেষে পান্তা ইলিশ ভোজন করা হয়। এ সময় চাঁদপুর মোলহেডে প্রচুর মানুষের সমাগম হয়।

Nar

বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর প্রেসক্লাব ডাকাতিয়া পাড়ে তিনদিনব্যাপী নববর্ষ উপলক্ষে মেলা শুরু হয়। মেলায় রাত ১০টা পর্যন্ত বিপুল পরিমাণ মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় শহরে ছিলো প্রচন্ড যানজট। এ যানজটে পড়ে মহিলা ও শিশুরা নাভিশ্বাস হয়ে ওঠে, তবুও তাদের চোখেমুখে ছিলো বাংলা নববর্ষের আনন্দের ভিন্নমাত্রা।

এছাড়াও ওইদিন দিবসের শুরুতেই চাঁদপুর শহরে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে যুবক-যুবতীদের শহরে বিচরণ ছিলো লক্ষ্যণীয়। এবার চাঁদপুরে নববর্ষকে স্বাগত জানানোর আরো ভিন্নমাত্রা ছিলো সারা শহরে কিশোর যুবকরা ট্রাকে করে গান বাজিয়ে আনন্দ মিছিল করেছে।

বিষয়টি শহরে অসহ্য যানজট সৃষ্টি করলেও বাঙালির ঐতিহ্য পালনের ভিন্নতায় তা অনেকেই মেনে নিয়েছে বলে জানা গেছে।

চাঁদপুর টাইমস : এমআরআর /২০১৫

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes