চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের বন্দর থানার মোহাম্মদ ওসমান গনি (৩০) এর স্ত্রী জ্যোতি আক্তার (২৮) ১৩ বছর ঘর সংসার করে দুই সন্তানের মা পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।
ওসমান ও তার বাড়ির আসে পাশের লোকজনের অভিযোগ সূত্রে জানা যায়, শাহবাগ জিগাতলা তেনারিমুর নিবাসী মো. আব্দুর রহমানের মেয়ে জ্যোতি আক্তার ১৩ বছর আগে বিয়ে করেন। জ্যোতি আক্তার (২৮) ভালবেসে বিয়ে করেন। এই সুবাদে তাদের দুই সন্তান হয় এক ছেলে ও এক মেয়ে।
ভালই চলছিল তাদের সংসার। হঠাৎ এ সংসারেই বিষাদের ছায়া ফেলেছে পরকীয়া প্রেম। গত ১১ আগস্ট ২০১৫ তারিখে দুই সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। সঙ্গে নিয়ে যান ঘরে থাকা টাকা পয়সা স্বর্ণ গয়না এবং জামাকাপড়। এদিকে বর্তমান সংসারের লোকজন তাদের সন্ধান চেয়েছেন। দিয়েছেন পুরস্কারের ঘোষণাও। যোগাযোগ : ০১৬৭৪২৭৮৪৯৯, ০১৮৪৯৪২১৮২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur