Home / আন্তর্জাতিক / ভারতে মৃত্যু ৫০ হাজার ছাড়ালো
ভারতে মৃত্যু
ফাইল ছবি

ভারতে মৃত্যু ৫০ হাজার ছাড়ালো

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৪১ জন মারা গেছেন।দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫০ হাজার ৯২১ জন।

১৭ আগস্ট সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ৯৮১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ৮৪২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৫৮৪ জন। সুস্থতার হার ৭০ শতাংশের বেশি।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২০ হাজার ৩৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৫ হাজার ৭৬৬ জন এবং দিল্লিতে ৪ হাজার ১৯৬ জন।

বার্তা কক্ষ,১৭ আগস্ট ২০২০