Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বোরো ধান কর্তন কার্যক্রম উদ্বোধন
বোরো ধান

কচুয়ায় বোরো ধান কর্তন কার্যক্রম উদ্বোধন

কচুয়ায় সমলয় চাষাবাদের বোরো ধান কর্তন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

৫ মে বুধবার উপজেলার প্রসন্নকাপ গ্রামের কৃষক ওমর আলীর জমি হারভেষ্টার মেশিন দ্বারা ধান কর্তন প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সুলতানা খানম।

এসময় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ, কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ, একাডেমিক সুপারভাইজার সোহেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবুলাল সাহা, লিটন দত্ত ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে ৫০ একর জমিতে সমলয় বোরো ধানের চাষাবাদ করা হয়। যা প্রতি একর জমিতে ৮০মন ধানের ফলন হয়েছে। হারভেষ্টার মেশিন দ্বারা ধান কাটা,মাড়াই ও ঝাড়াই করা হয়।

প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু,৫ মে ২০২১