Home / চাঁদপুর / সংবাদ প্রকাশের পর সাইনবোর্ড সরিয়েছে চাঁদপুর আল কারীম ডায়াগনস্টিক
samchun nahar torpodar

সংবাদ প্রকাশের পর সাইনবোর্ড সরিয়েছে চাঁদপুর আল কারীম ডায়াগনস্টিক

অবশেষে চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর চাঁদপুরে সু-পরিচিত স্ত্রী-রোগ বিশেষজ্ঞ মরহুম শামছুন নাহার তরফদার এর নামে সাইনবোর্ডটি সরানো হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) চাঁদপুর টাইমসে ‘চাঁদপুর শহরে ‘মৃত চিকিৎসকের’ সাইনবোর্ড ঝুলিয়ে অভিনব প্রতারণা’ শীর্ষক সংবাদ প্রকাশের পর অভিযুক্ত প্রতিষ্ঠান নিউ আল কারীম ডায়াগনস্টিক সেন্টার গোপনে সেই সাইনবোর্ড সরিয়ে ফেলে।

রোববার (৫ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটিতে সরেজমিনে গিয়ে সাইনবোর্ডটির জায়গা খালি দেখা যায়।

এর ফলে সচেতন জেলাবাসীর খুশি হলেও দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হওয়ার ভুক্তভোগী রোগী ও তাদের পরিবারের মাঝে চাপা ক্ষোভ রয়ে গেছে।

তাদের দাবি চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নাকের ডগায় বসে প্রতিষ্ঠানটি কিভাবে এই কাজ চালিয়ে গেছে। তাছাড়া বেআইনী কর্মের জন্য প্রশাসন কতৃক প্রতিষ্ঠানটির শাস্তির দাবি করেন তারা।

প্রসঙ্গত, চাঁদপুরের সু-পরিচিত স্ত্রী-রোগ বিশেষজ্ঞ মরহুম শামছুন নাহার তরফদার প্রায় ১৫ বছর আগে মারা গেছেন। প্রায় ২০ বছর আগে তিনি স্টেডিয়াম রোডে বিএবিএস হাসপাতালের পাশে বর্তমান নিউ আল কারীম ডায়াগনস্টিক সেন্টার ভবনে চেম্বার করে রোগী দেখতেন। পরবর্র্তীতে তিনি একই রোডে বর্তমান আল বারাকাহ্ হাসপাতাল (সাবেক ভবন) ভবনের নিচতলায় চেম্বার করে রোগী দেখতেন।

এর পরে প্রায় ১৫ বছর আগে তিনি চাঁদপুর ছেড়ে তার নিজ জেলায় চলে যান এবং পরলোক গমন করেন। দীর্ঘদিন চাঁদপুরে ভালো চিকিৎসা সেবা দেয়ার ফলে তিনি পুরো জেলায় ব্যাপক পরিচিতি অর্জন করেন। অথচ তার এই সুনাম ও অর্জনকে কাজে লাগিয়ে উল্লেখিত মরহুমা চিকিৎসকের পুরোনো চেম্বারস্থল স্টেডিয়ার রোডের নিউ আল কারীম ডায়াগনস্টিক সেন্টার রোগীদের সাথে প্রতারণা করেছে।

প্রতিষ্ঠানটি সেখানে স্ত্রী-রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ‘মরহুম ডা. শামছুন নাহার তরফদার’ নামে সাইনবোর্ড স্যাঁটিয়ে এহেনকর্ম করছে।

নাম প্রকাশে অনিশ্চুক একাধিক রোগী জানায়, রিক্সা চালক দালালরা গ্রামাঞ্চল থেকে আসা সহজ-সরল স্ত্রী-রোগ ও গাইনী রোগেীদের উল্লেখিত মরহুমা চিকিৎসক ‘ডা. সামসুন নাহার তরফদার’ এর কথা বলে নিউ আল কারীম ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসে। প্রতিষ্ঠানটির প্রধান প্রবেশ গেইটে স্যাঁটানো মরহুমা চিকিৎসকের নাম দেখে বোকা বনে যায়। পরে রোগেীরা ভেতরে প্রবেশ করলে প্রথমেই তাদের চিকিৎসকের ফি জমা রাখা হয়। এরপর সেখানকার একজন নারী চিকিৎসকের চেম্বারের রোগীদের নিয়ে প্রথমেই তাদের মোবাইল ফোন বন্ধ রাখতে বলে একাধিক পরিক্ষা-নিরিক্ষা দিয়ে তাদের পকেট কাটা হয়।

এ সংক্রান্ত আগের প্রতিবেদন- চাঁদপুর শহরে ‘মৃত চিকিৎসকের’ সাইনবোর্ড ঝুলিয়ে অভিনব প্রতারণা

আশিক বিন রহিম
: আপআপডেট, বাংলাদেশ ১১:০৩ পিএম, ৫ নভেম্বর, ২০১৭ রোববার
ডিএইচ

Leave a Reply